Ticker

6/recent/ticker-posts

বন্ধন ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর উপ-আইন

এ বইটি, আমার নিজ কর্তৃক প্রতিষ্ঠিত ফাউন্ডেশন (Bandhan Foundation বন্ধন ফাউন্ডেশন) হতে পরিচালিত সমিতির উপ-আইন। মানবসেবা ও ইসলামী অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে এলাকার আলেম সমাজের সহযোগিতায় চেষ্টা করেছিলাম ইসলাম বেইজড এ  সমিতিটি প্রতিষ্ঠা করতে। সমিতির প্রারম্ভিক প্রতিষ্ঠা থেকে শুরু করে সমস্ত আইন-কানুন তথা উপ-আইন প্রণয়ন, বাস্তবায়ন ও সমিতি পরিচালনা,  যা সম্পুর্ণ একক ভাবে নিজে সম্পন্ন করেছিলাম। ফাইনালি ভাবে বইটি আমি নিজেই বিন্যস্ত করেছি এবং কম্পিউটার কম্পোজ আনুমানিক ৮% আমি করেছি (যেহেতু এ বই লিখার প্রথম দিকে আমার কাছে কম্পিউটার ছিলো না) বাকি ৯০% বাহির থেকে নিজে বসে থেকে করিয়েছি। সমিতি চালিয়েছিলাম আনুমানিক ২০১৪ ইং সন থেকে ২০২১ ইং সন পর্যন্ত। সমিতিতে প্রায় ২৫ লক্ষ টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছিলো এবং এর সদস্য সংখ্যা ছিলো প্রায় ২০০ জনের মতো। প্রতিবছর প্রায় ১ থেকে ২ লক্ষ টাকা লভ্যাংশ বন্টন করতাম এবং ছিলো এর সমাজসেবা শাখাও, যেখানে প্রতি বছর করজে হাসানাই (ধার-উধার) থাকতো প্রায় লক্ষাধিক টাকা। সে সাথে হিসাব-কিতাব পূঙ্খানু-পূঙ্খ করার লক্ষে প্রতি মাসেই ২/৩ জন যোগ্য ও উচ্চ শিক্ষিত অডিটর দ্বারা অডিট কার্যক্রম অব্যাহত রেখেছিলাম। চেয়েছিলাম এ সমিতিটি ও এর অফিস এবং অফিসের জায়গাসহ হযরত ঈমাম মাহাদী (আঃ) এঁর নামে মরোণত্তর উইল (ওয়াকফ্) করে যেতে। সমিতির সরকারি রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় চুড়ান্ত পর্যায়ে ছিলো। কিন্তু বিশেষ কিছু কারণে আমার স্বপ্নের ও অনেক ত্যাগ, তিতীক্ষার এ সমিতিটি বন্ধ করে দিতে হয়েছিলো আমাকে। নিম্নে সমিতির উপ-আইনের এ বইটি, ভবিষ্যত উদ্যোক্তাদের শিক্ষা, আমার কর্ম-উদ্যোগের প্রমাণ ও আমার আশা এবং অনেক পরিশ্রমের এ প্রতিষ্ঠানটির স্মারক হিসেবে স্মৃতি বন্ধী করার লক্ষ্যে তা হুবহু (মোবাইল ভার্সন) প্রকাশ করলাম।-

 


#সমিতির উপ-আইন   #বন্ধন ইসলামী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর উপ-আইন   #bandhansomitiupoayen

Post a Comment

0 Comments